বরগুনার তালতলীতে ঈদুল ফিতরের নামাজের মাঠে ইমামকে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করার চেষ্টায় মাসুম (১৯) এক যুবককে স্থানীয় মুসল্লিরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা শারিক খালী ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে সিকদার বাড়ি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় এই ঘটনা ঘটে। আটক মাসুম উপজেলার কড়ইবাড়িয়ে ইউনিয়নের আলীর বন্দর এলাকার সাইদুর রহমানের ছেলে।
জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সিকদার বাড়ি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মাসুম নামের এক যুবক দেশীও অস্ত্র নিয়ে ইমামের দিকে ছুটে যান। এ সময় মুসল্লিরা মাসুমকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ আটক করে তাকে থানায় নিয়ে আসে।
মসজিদের সাবেক সেক্রেটারি মো. জাকির হোসেন বলেন, নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী আনুমানিক দুই ফুট বড় একটি ছুরি বের করে। এ সময় নামাজ ছেড়ে আমি তাকে ঝাপটে ধরি। পরে মসজিদের মুসল্লিরা তাকে ধরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। জানতে পেরেছি ইমামের সঙ্গে ওই যুবকের পূর্বশত্রুতা রয়েছে।
সিকদার বাড়ি মসজিদের ইমাম ইমরান হোসেন জানিয়েছেন, কেওড়া বুনিয়া মাদরাসায় পড়াকালীন মাসুম তার মোবাইল চুরি করে। এই ঘটনায় তিনি তাকে অপমান করায় তার ওপরে ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাসুমকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।