শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২২, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২২, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় বোন জামাইর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু 

উত্তম কুমার  : [২] বড় বোন জামাই বাড়ি যাওয়ার পথে কলাপাড়া-কুয়াকাটামহা সড়কে মাইক্রোবাস ও মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃতু হয়েছে মহিবুল্লাহ (২২) নামের এক শিক্ষার্থী। এ সময় আহত হয়েছেন তার ছোট বোন জামাই সজিব (২৫)। 

[৩] মঙ্গলবার রাত আটটার দিকে মাষ্টাবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মৃত মহিবুল্লাহ উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে। সে বরিশালের চাখার ফজলুল হক কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

[৪] পুলিশ ও মহিবুল্লাহর পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ছোট বোন জামাইকে নিয়ে মটোরসাইলে যোগে বড় বোন জামাই আলআমিনের বাড়ি লতাচাপলী ইউনিয়নের নয়া মিস্রীপাড়া গ্রামে যাচ্ছিল। এসময় মটোরসাইকেল চালাচ্ছিল ছোট বোন জামাই সজিব। পথ্যিমধ্যে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মাষ্টাবাড়ি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনই মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মহিবুল্লাহকে মৃত ঘোষনা করেন। আহত সজিবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

[৫] কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান,  এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

[৬] উল্লেখ্য গত বছর মহিবুলের বড় ভাই মো. সিদ্দিক সাগরে মাছ ধরতে গেলে ট্রলার ডুবিতে সে নিখোঁজ হয়।পরিবারের দুই ছেলে চার মেয়ের মধ্যে এক বছরের ব্যাবধানে দুই ছেলেকেই হারিয়ে বাবা শাজাহান হাওলাদার এখন পাগলপ্রায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়