শিরোনাম
◈ সেভেন সিস্টার্স ইস্যু: বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার ◈ তরুণীর ফোনে যেভাবে ফাঁদে পড়েন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অতপর যা ঘটল... ◈ লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-গ্রুপের গুলাগুলি: এক শিশু গুলিবিদ্ধ  ◈ বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে- শেখ হাসিনার এমন বার্তার নেপথ্যে যা জানা গেল ◈ বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ ও অস্পষ্টতায় জামায়াত: ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম (ভিডিও) ◈ ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে রুনা লায়লাকে নিয়ে যা বললেন শাহবাজ শরিফ ◈ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ◈ মোদির ব্যক্তিগত সচিব পদে নতুন অফিসার, কে এই নিধি তিওয়ারি? ◈ ইসরাইলের যম ছিলেন যে বাংলাদেশি সন্তান! ◈ যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হুমকি, যুদ্ধের আশঙ্কা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন থেকে চলে আসা ৪০ কেজি ওজনের অজগর উদ্ধার!

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন থেকে চলে আসা বিশাল একটি অজগর সাপ ধরা পড়েছে। গতকাল রাতে ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সুন্দরবন সংলগ্ন বগী গ্রামের আমীর তালুকদারের বাড়ি থেকে উদ্ধার করেন অজগরটি। ১৬ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটির পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ২১ মার্চ সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছিল। ওই অজগরটির ওজন ছিল ৫৫ কেজি।

সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, বগী গ্রামের গৃহকর্তা আমীর তালুকদার গতকাল রাত ৯টার দিকে ফোন করে সাপের খবর জানান। রাতে গিয়ে তার বাড়ির বসতঘরের পাশের ঝোপ থেকে ১৬ ফুট লম্বা এই অজগরটি উদ্ধার করে বগী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়। সকালে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করেছন বনরক্ষীরা।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা সুন্দরবন থেকে চলে যাওয়া অজগরটি ধরে রাতে অফিসে দিয়ে আসে। ১৬ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটির পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়