তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের কাজে জড়িতদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ২৯ মার্চ শনিবার শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান উপজেলার বুরুঙ্গা এলাকায় অবৈধ বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত চেল্লাখালী নদী সরেজমিনে পরিদর্শন করেন। ওইসময় তার সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সরেজমিনে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। ওইসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ও সরকারি কাজে বাধা প্রদান করায় ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একইসঙ্গে ৯৫টি ড্রেজার মেশিন, ১২টি বালু উত্তোলনের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। এছাড়া বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযানকালে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, বারোমারি বিজিবি ক্যাম্পের সদস্যবৃন্দ, পুলিশ বাহিনী ও ব্যাটালিয়ন আনসার, বন বিভাগের রেঞ্জারসহ অন্যান্য সদস্য, জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।