শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০৫:০৮ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের সাজা

তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের কাজে জড়িতদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ২৯ মার্চ শনিবার শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান উপজেলার বুরুঙ্গা এলাকায় অবৈধ বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত চেল্লাখালী নদী সরেজমিনে পরিদর্শন করেন। ওইসময় তার সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সরেজমিনে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। ওইসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ও সরকারি কাজে বাধা প্রদান করায় ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একইসঙ্গে ৯৫টি ড্রেজার মেশিন, ১২টি বালু উত্তোলনের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। এছাড়া বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। 

অভিযানকালে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, বারোমারি বিজিবি ক্যাম্পের সদস্যবৃন্দ, পুলিশ বাহিনী ও ব্যাটালিয়ন আনসার, বন বিভাগের রেঞ্জারসহ অন্যান্য সদস্য, জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়