শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৪৩ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই বিপ্লব হাইজ্যাক করে গঠিত রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরী হয়েছে : ছাত্রদল নেতা নাছির

নোয়াখালী প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা হাইজ্যাক করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, সে রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে। তারা একটি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে, তা এ দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালী সদরের সোনাপুর জিরোপয়েন্টে সোনাপুর কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রাথী এনবিএস রাসেল, সোনাপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. গিয়াস উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক বোরহান বিশালসহ অনেকেই উপস্থিত ছিলেন। ছাত্রদল সম্পাদক নাছির আরো বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তারা বিভিন্ন সময়ে দ্বিতীয় রিপাবলিকানের কথা বলেছে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের চাঙ্গা রাখার জন্যই এসব কথা বলছে। কিন্তু আদৌ তো তারা নির্বাচনের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। বাংলাদেশের অন্যতম বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সামগ্রিক আলাপ আলোচনার মধ্যে থাকলেও তারা কিন্তু মাঠে ময়দানে নির্বাচনের রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে তারা আসল ভাগাভাগি এবং নির্বাচনে কিভাবে জয়লাভ করবে সেসব বিষয়ে তারা নেগোসিয়েশন করছে। 

ছাত্রদলের এই নেতা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের চারজন নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্য দিয়েছেন এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থি। আমরা মনে করি সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সাথে হওয়া উচিত। প্রধান উপদেষ্টা এতদিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বললেও তিন সফরের আগে তিনি হঠাৎ করে এটি জুন মাসে নিয়ে গেছেন। একটি জনসাধারণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে। পরে সন্ধ্যায় জেলা শহরের হাউজিং মারকাজ মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীন নাছির। এসময় জেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, স্বেচ্ছাসেবক দলের জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমূখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়