শিরোনাম
◈ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারির নির্দেশ ◈ ব্যাংককে হতে পারে ইউনূস-মোদি বৈঠক ◈ আগে নির্বাচন, পরে সংস্কার- এমন কথা বিএনপি কখনোই বলেনি: মির্জা ফখরুল (ভিডিও) ◈ দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ কয়লা আমদানি বাড়িয়েছে, এর মধ্যে বাংলাদেশ একটি : রয়টার্সের প্রতিবেদন ◈ বাংলাদেশ নিয়ে মন্তব্যের আগে ভারতের উচিৎ মুসলিমদের সঙ্গে আচরণকে স্বীকার করা: দেবপ্রিয় ◈ যে কারণে সন্তানদের ১ শতাংশও সম্পদের ভাগ দিবেন না বিল গেটস! ◈ লিবিয়ার মিসরাতা থে‌কে অপহৃত ২৩ জন বাংলাদেশি উদ্ধার ◈ কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ◈ ড. ইউনূসের এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক হুমকি : মানিক্য দেববর্মা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৩৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে গুঁড়িয়ে দেওয়া চিমনি দিয়েই পোড়ানো হচ্ছে ইট

তপু সরকার হারুন : শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা তেজার কান্দি ইন্দিলপুরে অবৈধ ফাতেমা জিগজ্যাগ ব্রিকস চিমনী গুড়িয়ে দেয়ার এ গত ১ সাপ্তাহ না যেতেই- দুদিন যাবৎ চলছে ভাঙ্গা চিমনি চারদিকে কালো কাপড় ব্যবহার করে পোড়ানো হচ্ছে ইট।  সম্প্রতি পরিবেশ অধিদপ্তর দেশব্যাপী অবৈধ অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে শেরপুর জেলার বেশকিছু অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেন। কিন্ত গুড়িয়ে দেওয়ার পরদিন হতেই কোন এক অদৃশ্য কারণে বিভিন্ন ইট ভাটায় ফের ইট পোড়ানোর কাজ শুরু হয়েছে। গুড়িয়ে দেয়া ভাঙ্গা চিমনীতেই পোড়ানো হচ্ছে ইট।

সরেজমিনে দেখা গেছে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়ার তেজার কান্দি ইন্দিলপুরে ফাতেমা ব্রিকস চিমনি না বসিয়ে সরাসরি ইট পোড়াচ্ছে। ফলে এলাকার বোরো ধান সহ সার্বিক পরিবেশ মারাত্মক হুমকিতে পড়েছে। এ যেন গায়ের জোরে চলছে সবকিছু।

এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বিষয়টি দেখবে বলে আশ্বাস প্রদান করেন । শেরপুর পরিবেশ অধিদপ্তরের এডি সাহেবের সাথে ০১৯১২০৭৫৫৬৫ বার বার ফোন দিলেও তিনি রিছিভ করেন নি । পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল বাবু কে ফোন দিলেও পাওয়া যায়নি । স্থানীয় এলাকাবাসীর অভিযেগ বোরো ধান সহ সকল প্রকার বৃক্ষ ফল ফলাদি ও মানবস্বাস্থ্যের প্রতি মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ ব্যাপারে ফের শক্ত ও আশু পদক্ষেপ চান স্থানীয় কৃষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়