শিরোনাম
◈ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারির নির্দেশ ◈ ব্যাংককে হতে পারে ইউনূস-মোদি বৈঠক ◈ আগে নির্বাচন, পরে সংস্কার- এমন কথা বিএনপি কখনোই বলেনি: মির্জা ফখরুল (ভিডিও) ◈ দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ কয়লা আমদানি বাড়িয়েছে, এর মধ্যে বাংলাদেশ একটি : রয়টার্সের প্রতিবেদন ◈ বাংলাদেশ নিয়ে মন্তব্যের আগে ভারতের উচিৎ মুসলিমদের সঙ্গে আচরণকে স্বীকার করা: দেবপ্রিয় ◈ যে কারণে সন্তানদের ১ শতাংশও সম্পদের ভাগ দিবেন না বিল গেটস! ◈ লিবিয়ার মিসরাতা থে‌কে অপহৃত ২৩ জন বাংলাদেশি উদ্ধার ◈ কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ◈ ড. ইউনূসের এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক হুমকি : মানিক্য দেববর্মা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৩২ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাদল (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে। ২৮ মার্চ শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদল শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।


এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন । 

পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মিঠুন নামের এক ব্যক্তির সাততলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, নিহত  বাদল শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে শুক্রবার রাতে চোর খুজতে গিয়ে সাততলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে  ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়