শিরোনাম
◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ◈ এবার দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক ◈ বিমসটেক সম্মেলন: মোদির টুইটে নেই ড. ইউনূসের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ ◈ বাংলাদেশ-চীন-পাকিস্তান কূটনীতি জোরদার, পিছিয়ে ভারত ◈ মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ◈ ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা ◈ হঠাৎ উত্তপ্ত সিলেট: একদিনে আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ: শফিকুল আলম ◈ ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০ ◈ ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:১৬ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে মারা যাওয়া হাতিটিকে মাটি চাপা হল

কল্যাণ বড়ুয়া , বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহীন অরণ্যে কাদায় আটকে যাওয়া হাতিটি দীর্ঘ ২৩ দিন পর মৃত্যুবরণ করলে শনিবার (২৯ মার্চ) সকালে বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় হাতিটির ময়না তদন্তের পর মাটি চাপা দেওয়া হয়।  বনবিভাগ সূত্রে জানা যায় গত ৫ মার্চ বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গহীন অরণ্যে এলাকায় কাদায় হাতিটি আটকা ছিল। ৪০ বছর বয়সী অনেকটা দুর্বল প্রকৃতির হাতিটিকে ৬ মার্চ এলাকাবাসীর সহায়তায় হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও সেবা দেওয়া হয়। 

এরপর ৭ মার্চ থেকে চিকিৎসা, খাদ্য ও পরিচর্যা শুরু করে বন বিভাগ। ১২ মার্চ মন্ত্রণালয় কর্তৃক গঠিত প্রফেসর ডা. বিবেক, সিভাসো চট্টগ্রামের তত্বাবধানে চার চিকিৎসকের মেডিক্যাল টিম সরজমিনে এসে হাতিটির চিকিৎসা করেন এবং প্রতিনিয়ত তদারকি করে আসছিল বলে জানান জলদী অভয়ারন্য ও বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। তিনি আরো জানান দেশীয় চিকিৎসক তাছাড়াও ইন্ডিয়া ও শ্রীলংকান বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও অন্যন্য সেবা দিয়েও অবশেষে হাতিটি বাঁচানো সম্ভব হয়নি। গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় হাতিটি মারা যায়। আর সে মারা যাওয়া হাতিটির থানায় সাধারন ডায়েরী করা সহ শনিবার সকালে জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহীন অরণ্যে মাটি চাপা দেওয়া হয়
বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়