শিরোনাম
◈ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারির নির্দেশ ◈ ব্যাংককে হতে পারে ইউনূস-মোদি বৈঠক ◈ আগে নির্বাচন, পরে সংস্কার- এমন কথা বিএনপি কখনোই বলেনি: মির্জা ফখরুল (ভিডিও) ◈ দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ কয়লা আমদানি বাড়িয়েছে, এর মধ্যে বাংলাদেশ একটি : রয়টার্সের প্রতিবেদন ◈ বাংলাদেশ নিয়ে মন্তব্যের আগে ভারতের উচিৎ মুসলিমদের সঙ্গে আচরণকে স্বীকার করা: দেবপ্রিয় ◈ যে কারণে সন্তানদের ১ শতাংশও সম্পদের ভাগ দিবেন না বিল গেটস! ◈ লিবিয়ার মিসরাতা থে‌কে অপহৃত ২৩ জন বাংলাদেশি উদ্ধার ◈ কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ◈ ড. ইউনূসের এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক হুমকি : মানিক্য দেববর্মা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:১৬ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে মারা যাওয়া হাতিটিকে মাটি চাপা হল

কল্যাণ বড়ুয়া , বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহীন অরণ্যে কাদায় আটকে যাওয়া হাতিটি দীর্ঘ ২৩ দিন পর মৃত্যুবরণ করলে শনিবার (২৯ মার্চ) সকালে বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় হাতিটির ময়না তদন্তের পর মাটি চাপা দেওয়া হয়।  বনবিভাগ সূত্রে জানা যায় গত ৫ মার্চ বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গহীন অরণ্যে এলাকায় কাদায় হাতিটি আটকা ছিল। ৪০ বছর বয়সী অনেকটা দুর্বল প্রকৃতির হাতিটিকে ৬ মার্চ এলাকাবাসীর সহায়তায় হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও সেবা দেওয়া হয়। 

এরপর ৭ মার্চ থেকে চিকিৎসা, খাদ্য ও পরিচর্যা শুরু করে বন বিভাগ। ১২ মার্চ মন্ত্রণালয় কর্তৃক গঠিত প্রফেসর ডা. বিবেক, সিভাসো চট্টগ্রামের তত্বাবধানে চার চিকিৎসকের মেডিক্যাল টিম সরজমিনে এসে হাতিটির চিকিৎসা করেন এবং প্রতিনিয়ত তদারকি করে আসছিল বলে জানান জলদী অভয়ারন্য ও বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। তিনি আরো জানান দেশীয় চিকিৎসক তাছাড়াও ইন্ডিয়া ও শ্রীলংকান বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও অন্যন্য সেবা দিয়েও অবশেষে হাতিটি বাঁচানো সম্ভব হয়নি। গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় হাতিটি মারা যায়। আর সে মারা যাওয়া হাতিটির থানায় সাধারন ডায়েরী করা সহ শনিবার সকালে জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহীন অরণ্যে মাটি চাপা দেওয়া হয়
বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়