শিরোনাম
◈ এবার তিন গুণ খরচ হচ্ছে নতুন টাকা ছাপাতে, কোন নোট ছাপাতে কত খরচ হয়? ◈ সেভেন সিস্টার্স ইস্যু: বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার ◈ তরুণীর ফোনে যেভাবে ফাঁদে পড়েন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অতপর যা ঘটল... ◈ লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-গ্রুপের গুলাগুলি: এক শিশু গুলিবিদ্ধ  ◈ বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে- শেখ হাসিনার এমন বার্তার নেপথ্যে যা জানা গেল ◈ বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ ও অস্পষ্টতায় জামায়াত: ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম (ভিডিও) ◈ ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে রুনা লায়লাকে নিয়ে যা বললেন শাহবাজ শরিফ ◈ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ◈ মোদির ব্যক্তিগত সচিব পদে নতুন অফিসার, কে এই নিধি তিওয়ারি? ◈ ইসরাইলের যম ছিলেন যে বাংলাদেশি সন্তান!

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে টেকনাফ স্থলবন্দর ৯ দিনের বন্ধ ঘোষণা

জিয়াবুল হক, টেকনাফ : ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শুক্রবার (২৮ মার্চ) টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মোহাম্মদ সোহেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টেকনাফ স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। আগামী ৬ এপ্রিল বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

আলু রপ্তানিকারক শামসুল আলম জানান, গত বছর মিয়ানমারে অভ্যন্তরীণ সমস্যার কারণে টানা ১১ মাস যুদ্ধ চলছিল। এর ফলে র্দীঘদিন ধরে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বন্ধ ছিল। গত ফেব্রুযারি মাস থেকে থেমে থেমে বাংলাদেশ থেকে কিছু সিমেন্ট, কোমল পানীয় ও আলু রপ্তানি হয়ে আসছিল। শুক্রবার একদিনেই তিনজন ব্যবসায়ীর ৮৮ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে।

স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত বছর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এখনো আকিয়াব-ইয়াঙ্গুন বন্দর দিয়ে পণ্য সামগ্রীক আসা বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এরমধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের জন্য বন্দর ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে।

এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুদ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়