শিরোনাম
◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করো: প্রধান উপদেষ্টা ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ◈ এবার দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক ◈ বিমসটেক সম্মেলন: মোদির টুইটে নেই ড. ইউনূসের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ ◈ বাংলাদেশ-চীন-পাকিস্তান কূটনীতি জোরদার, পিছিয়ে ভারত ◈ মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ◈ ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকায় ওই শিশু একা দোকানে চিপস কিনতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বজনদের।
এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে সাড়ে পাঁচ বছর বয়সী একটি মেয়ে একা একা লোহাজুরী ইউনিয়নের জিরারপাড় এলাকায় একটি দোকানে চিপস কিনতে যায়। দোকানটি তখন বন্ধ থাকলেও দরজাটা একটু খোলা ছিল। শিশুটি চিপস কিনতে দরজা দিয়ে দোকানের ভিতরে গেলে দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।এসময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভিতর থেকে শিশুসহ দোকানদারকে উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা দোকানি হাবিবুর রহমানকে বেঁধে রেখে মারধর করে দুপুর একটার দিকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।ওসি আরও বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়