শিরোনাম
◈ পরিবর্তন হচ্ছে কি বাংলাদেশের প্রতিবেশী নীতির? ◈ রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি, কমলো বাণিজ্য ঘাটতি ◈  শিগগির দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প: পলিটিকোর প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন তাসনিম জারা ◈ যুক্তরাষ্ট্র  ১৭ হাজার টন খাদ্য পাঠিয়েছে রোহিঙ্গাদের জন্য ◈ নাগরিকত্ব আইনে কেন পরিবর্তন এনেছে ইতালি, নতুন নীতিতে কী আছে?  ◈ বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন ◈ বিএনপির বিরুদ্ধে এনসিপির বিস্ফোরক অভিযোগ ◈ প্রধান উপদেষ্টার চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা বাণিজ্য-বিনিয়োগে  ◈ আরও কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান 

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অপহরণ চক্রের হোতা কেফায়েত আটক

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানব পাচারসহ ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক কেফায়েত উল্লাহ (২৭) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কচ্চপিয়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি একাধিক অপহরণসহ নানা ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জোরালো অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩টি দেশীয় তৈরি এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে খুন, অপহরণ, মানবপাচার আইনে মোট ১১টি মামলা রয়েছে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণ ও মানবপাচার চক্রের মূলহোতা কেফায়েত উল্লাহকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়