শিরোনাম
◈ ঈদের দিনে ফেসবুক বার্তায় যা বললেন সারজিস আলমের ◈ শোলাকিয়ায় ভাঙলো আগের সব রেকর্ড, ৬ লাখের বেশি মুসল্লির নামাজ আদায় ◈ এবার কারাগারে যেমন কাটছে আ.লীগ নেতাদের ঈদ ◈ আওয়ামী লীগ নেতারা বিদেশে ঈদ উদযাপন করে ছবি দিচ্ছেন, ক্ষোভ প্রকাশ করেছেন দেশে থাকা কর্মীরা! ◈ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ: মির্জা ফখরুল  ◈ খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি পোস্ট করে যা বললেন আসিফ নজরুল ◈ ঈদে কারাবন্দিদের জন্য থাকছে যেসব খাবার ◈ অনেকের ঘরেই আজ ঈদের আনন্দ নেই, অনেক মা সন্তানের জন্য কান্না করছে: জামায়াতে আমির ◈ উপকূলের ঈদ আনন্দ পানিতেই ◈ সুন্দরবন থেকে চলে আসা ৪০ কেজি ওজনের অজগর উদ্ধার!

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অপহরণ চক্রের হোতা কেফায়েত আটক

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানব পাচারসহ ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক কেফায়েত উল্লাহ (২৭) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কচ্চপিয়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি একাধিক অপহরণসহ নানা ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জোরালো অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩টি দেশীয় তৈরি এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে খুন, অপহরণ, মানবপাচার আইনে মোট ১১টি মামলা রয়েছে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণ ও মানবপাচার চক্রের মূলহোতা কেফায়েত উল্লাহকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়