তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের গাছের ডালে হাত বাঁধা অবস্হায় গলায় ফাঁস লাগানো ডালিম আহমেদ (২৩) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্হানীয়দের মার্ধ্যমে খবর পেয়ে বৃহস্হপতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রাম থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ঐ গ্রামের শামসুল হক মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে হাত বাঁধা ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে মর্গে পাঠানোসহ পরবর্তী আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।