শিরোনাম
◈  শিগগির দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প: পলিটিকোর প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন তাসনিম জারা ◈ যুক্তরাষ্ট্র  ১৭ হাজার টন খাদ্য পাঠিয়েছে রোহিঙ্গাদের জন্য ◈ নাগরিকত্ব আইনে কেন পরিবর্তন এনেছে ইতালি, নতুন নীতিতে কী আছে?  ◈ বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন ◈ বিএনপির বিরুদ্ধে এনসিপির বিস্ফোরক অভিযোগ ◈ প্রধান উপদেষ্টার চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা বাণিজ্য-বিনিয়োগে  ◈ আরও কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান  ◈ গুলশান-বনানীর সড়ক ব্যবহারে যে নির্দেশনা দিলো ট্রাফিক বিভাগ ◈ ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ১০:০৩ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রব্য মূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি : খায়রুল কবির খোকন 

সানজিদা রুমা, নরসিংদী প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্য মূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি। এখনো সিন্ডিকেট রয়ে গেছে। ৭২ শতাংশ মানুষ এখনো পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে রয়েছে। ৩৫ শতাংশ মানুষ এখনো দু বেলা খায়। এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য প্রয়োজন জনগনের ভোটে নির্বাচিত সরকার। বিগত সৈরাচারী সরকার জনগণের টেক্সের ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা বাংলাদেশে থাকলে এ দেশের মানুষের উপকার হতো। এই দেশের জনগন এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে ঠিক করবেন একটি জনবান্ধন সরকারের। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে।
তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে।  যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে নিজের ভোট নিজে দিতে পারবে।
 
বৃহস্পতিবার (২৭ মার্চ ) বিকালে নরসিংদী আন্ত:জেলা বাসটার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুত, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়