শিরোনাম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ইলিশ-পোয়া  মাছ পরিবহণে আটক ৫

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধ : লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ও পোয়া মাছ ক্রয় করে অন্যত্র নেওয়ার সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ পিস ইলিশ, ৬৫০ কেজি পোয়া ও পরিবহণের ব্যবহৃত মিনি পিকআপভ্যান জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশনায় মাছগুলো নিলামের মাধ্যমে ৬৪ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনায় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মান্নান, মো. আলাউদ্দিন, মো. কামরুল, ইসমাইল হোসেন ও মো. শাকিব। তারা উপজেলার পাটারিরহাট ও চরফলকন গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার মেঘনা সিনেমা হলের সামনে থেকে মাছসহ ৫ জনকে আটক করা হয়। এরমধ্যে মাছ ব্যবসায়ী, গাড়ি চালকও রয়েছে। পরে পুলিশ বাদী হয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ক্রয় ও পরিবহণের অপরাধে মৎস্য সুরক্ষা-সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালতের নির্দেশে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দকৃত পিকআপ থানা হেফাজতে থাকবে।

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকার, মজুত, ক্রয়-বিক্রি ও পরিবহণ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ ২ বছরের জেল ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়