শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে রাতে দু’টি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি

ফিরোজ আহম্মেদ , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে দুইটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল  নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মঙ্গলপৈতা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে সূবর্ণসারা ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
ক্ষতিগ্রস্থ মঙ্গলপৈতা বাজারের মোবাইল বিকাশ লোড এর ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যায়। বুধবার সকালে দোকান খুলে দেখেন ক্যাশ ড্রয়ার ভাঙ্গা টাকা ও মোবাইল নেই। আমির জানায়, তার অনুমান চোরেরা গভীর রাতে ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ নগদ দেড় লাখ টাকা ও মোবাইল সহ প্রায় দু’লাখ টাকার মালামাল নিয়ে গেছে। অনুরুপভাবে চোরেরা একই রাতেই ওই বাজারের বড় মুদি ব্যবসায়ী অমিত অধিকারীর দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে নগদ টাকা সহ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। 

কালীগঞ্জ সূবর্ণসারা ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান জানান, চুরির খবর পেয়ে সকালে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ্যরা এখনো কোন অভিযোগ না দিলেও পুলিশ চোর ও মালামাল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়