শিরোনাম
◈ ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ: ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা ◈ যমুনা সেতুতে ৭ দিনে ১৭ কোটি টাকার টোল আদায় ◈ ‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, চুরির পর মালিককে চোরের কল ◈ থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল ◈ মোনাজাতে ‌‘খালেদা জিয়ার নাম না বলায়’ ইমামকে যুবদল নেতার হুমকি ◈ মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় ◈ ড. ইউনূসের সঙ্গে শেহবাজ শরিফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড, প্রথমবারের মতো ছাড়াল ৩১০০ ডলার ◈ ঈদের ছুটি: অনেক এটিএম বুথেই টাকা নেই, ভোগান্তিতে গ্রাহক ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:১৩ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শিশুকে বলাৎকারের অভিযোগ  

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সিহাব নামের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামে। বিশ্বস্ত সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার (২৪ মার্চ) সকালে ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পুড়ুয়া শিশুকে ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে বলাৎকার করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান শিহাব। 

ভুক্তভোগী পরিবারকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সমাধান করে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছে। বিষয়টি অনেকের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে ঐ শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এক শিশুকে বলাৎকার করেছে। এমন কথাও এখন এলাকার লোকমুখে শোনা যাচ্ছে। 

অভিযুক্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
ভুক্তভোগী শিশুটির প্রবাসী বাবা সাইফহল ইসলাম শিপনের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এলাকার গণমান্য বক্তিরা বলেছে বিচার করে দিবে। তাই সামাজিকতার কথা চিন্তা করে থানায় অভিযোগ দায়ের করিনি।

অভিযুক্ত শিক্ষক ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সে ঐ গ্রামের একাব্বর মিস্ত্রির ছেলে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে এ ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়