শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:১৩ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শিশুকে বলাৎকারের অভিযোগ  

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সিহাব নামের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামে। বিশ্বস্ত সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার (২৪ মার্চ) সকালে ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পুড়ুয়া শিশুকে ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে বলাৎকার করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান শিহাব। 

ভুক্তভোগী পরিবারকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সমাধান করে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছে। বিষয়টি অনেকের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে ঐ শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এক শিশুকে বলাৎকার করেছে। এমন কথাও এখন এলাকার লোকমুখে শোনা যাচ্ছে। 

অভিযুক্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
ভুক্তভোগী শিশুটির প্রবাসী বাবা সাইফহল ইসলাম শিপনের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এলাকার গণমান্য বক্তিরা বলেছে বিচার করে দিবে। তাই সামাজিকতার কথা চিন্তা করে থানায় অভিযোগ দায়ের করিনি।

অভিযুক্ত শিক্ষক ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সে ঐ গ্রামের একাব্বর মিস্ত্রির ছেলে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে এ ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়