শিরোনাম
◈ রমজানে আবুধাবিতে ২৩৭ ভিক্ষুক গ্রেপ্তার ◈ নেপালে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভের পেছনে কারা ◈ ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জোর চেষ্টা চালাচ্ছে মিয়ানমার: রয়টার্স ◈ সচিবালয়ে রেশন সুবিধার সুপারিশ, ক্ষুব্ধ দপ্তর-সংস্থার কর্মচারী ◈ বেইজিং থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ◈ ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট ◈ জাতীয় নাগরিক পার্টির নেতারা কে কোন আসন থেকে লড়তে পারেন ◈ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে থাকবে : ডিবি প্রধান  ◈ একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা : প্রধান উপদেষ্টা  ◈ অস্ট্রেলিয়ায় ঈদ ৩১ মার্চ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে সম্পত্তি জন্য ভগ্নিপতীকে কুপিয়ে হত্যা: প্রধান আসামী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল : রাজশাহী নগরীতে পৈত্রিক সম্পত্তি ভাগা-ভাগিকে কেন্দ্র করে নিজ ভগ্নিপতীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু (৩৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। সোমবার (২৪ মার্চ) ৮টার দিকে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পালপাাড় এলাকায় অভিযান তাকে গ্রেফতার করা হয়। মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু (৩৮), নগরীর শাহমখদুম থানার ভুগরইলস্থ মৃত আব্দুস সাত্তারের ছেলে।

র‍্যাব জানায়, শনিবার (২২ মার্চ) সকালে নগরের শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় নিহত মোঃ রুহুল আমিন (৩৮) এর স্ত্রী মোসাঃ শারমিন সুলতানার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি-জমা ভাগাভাগিকে কেন্দ্র করে মিন্টু ও এনামুলের (৫৫) সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মিন্টুর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলার বাম পাশে কোপ মারলে ঘটনাস্থলে  মাটিতে লুটিয়েপড়ে। 

পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। শাহমখদুম থানায় নিহতর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। 

এ ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুগরইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়