শিরোনাম
◈ উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপে উঠলো ইরান ◈ বাংলাদেশকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, পাশে থাকার ঘোষণা ◈ চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে ◈ দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া, নিহত ১৮ ◈ হাসনাত ও সারজিসের সেনাবাহিনী নিয়ে বক্তব্যে অনেকটা কোনঠাসা জাতীয় নাগরিক পার্টি ◈ ব্রাজিলকে হারিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো! ◈ ‘হিজাব মোড়ানো’ আইফেল টাওয়ার, বিজ্ঞাপন ঘিরে উত্তাল ফ্রান্স ◈ দেশের স্বার্থেই চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-৫ আসন নিকলী - বাজিতপুর আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সুত্রে জানাযায় (২৪ মার্চ) সোমবার ভোর রাত্রে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আফজাল এমপি নির্বাচিত হওয়ার পর নামে বেনামে অবৈধভাবে অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলে। জুলাই বিপ্লবের পর লাপাত্তা হয়ে যান। খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন মেহেরপুরের সাবেক এমপি ফরহাদ হোসেনের শালির বাসায় অবস্থান করে । পরে পুলিশের ভয়ে আফজাল সু কোম্পানির কর্মচারী, মামুনের বাসায় অবস্থান নেয়।

জানা যায় মামুনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে ।মামুন মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা।তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এই এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ।আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবা উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিনিধি কে জানান কিশোরগঞ্জ ৫ নিকলী বাজিতপুরের এমপি আফজাল হোসেনকে তার দোকানের কর্মচারী মামুনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এমপি বর্তমানে সদর থানা হেফাজতে আছেন। ঢাকা ডিএমপির পুলিশ মেহেরপুর আসতেছে ওরা আসলে আমরা তাকে ডিএমপির নিকট হস্তান্তর করবো।

স্থানীয় অনলাইন পত্রিকার প্রতিনিধির সাথে কথা হলে তিনি জানান, সোমবার ভোরের দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল আফজালের । এ জন্য সীমান্তের একটি চক্রকে মোটা অঙ্কের টাকার মাধ্যমে চুক্তি করেছিলেন। কিন্তু পুলিশ এমপির অবস্থান জানতে পেরে তাকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানার পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়