শিরোনাম
◈ ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জোর চেষ্টা চালাচ্ছে মিয়ানমার: রয়টার্স ◈ সচিবালয়ে রেশন সুবিধার সুপারিশ, ক্ষুব্ধ দপ্তর-সংস্থার কর্মচারী ◈ বেইজিং থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ◈ ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট ◈ জাতীয় নাগরিক পার্টির নেতারা কে কোন আসন থেকে লড়তে পারেন ◈ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে থাকবে : ডিবি প্রধান  ◈ একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা : প্রধান উপদেষ্টা  ◈ অস্ট্রেলিয়ায় ঈদ ৩১ মার্চ ◈ মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, খোলা আকাশের নীচে বহু মানুষ ◈ ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় নদী চরের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মোঃ ইয়াসিন আলী (৩৮) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিনের প্রথম বিয়ে হয় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে। তাদের সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তান থাকলেও দাম্পত্য কলহের কারণে দুই বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। তবে প্রথম স্ত্রীর সন্তানদের খরচ বহন করা নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই তার মনোমালিন্য হতো।

ইয়াসিন পেশায় ইট ভাটা শ্রমিক ও স্থানীয় নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস আগে তিনি ইট ভাটা শ্রমিক হিসেবে কাজ করতে যান এবং গত ২৩ মার্চ বাড়ি ফেরেন। সেদিন রাতেই স্ত্রীর সঙ্গে আবারও কলহ বাধে। এরপর স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে ইয়াসিন মোবাইল ফোনে আত্মহত্যার ইঙ্গিত দেন।

খবর পেয়ে স্ত্রী ও তার ভাইয়েরা ইয়াসিনের বাড়িতে এসে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ঘরের আড়ার সাথে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। পরে নদী সাঁতরে পার্শ্ববর্তী কালিঞ্চী গ্রামে গিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেন। পরদিন সকালে স্থানীয়রা নদীর চরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শ্যামনগর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়