শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় নদী চরের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মোঃ ইয়াসিন আলী (৩৮) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিনের প্রথম বিয়ে হয় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে। তাদের সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তান থাকলেও দাম্পত্য কলহের কারণে দুই বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। তবে প্রথম স্ত্রীর সন্তানদের খরচ বহন করা নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই তার মনোমালিন্য হতো।

ইয়াসিন পেশায় ইট ভাটা শ্রমিক ও স্থানীয় নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস আগে তিনি ইট ভাটা শ্রমিক হিসেবে কাজ করতে যান এবং গত ২৩ মার্চ বাড়ি ফেরেন। সেদিন রাতেই স্ত্রীর সঙ্গে আবারও কলহ বাধে। এরপর স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে ইয়াসিন মোবাইল ফোনে আত্মহত্যার ইঙ্গিত দেন।

খবর পেয়ে স্ত্রী ও তার ভাইয়েরা ইয়াসিনের বাড়িতে এসে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ঘরের আড়ার সাথে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। পরে নদী সাঁতরে পার্শ্ববর্তী কালিঞ্চী গ্রামে গিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেন। পরদিন সকালে স্থানীয়রা নদীর চরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শ্যামনগর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়