শিরোনাম
◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ইলিশসহ জব্দ ৪৭০ কেজি মাছ এতিমখানায়

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মৎস্য বিভাগসহ কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ ও ৪৫০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ ৭টি এতিমখানা ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে ভোরে উপজেলার বিভিন্ন বাজার ও ঘাটে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। 

এরআগে রোববার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করা হয়। পরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাহাত উজ জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ৭ জেলেকে বয়স বিবেচনা করে ছেড়ে দেওয়া হয়।  

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা জানান, জব্দকৃত মাছ এতিমখানা ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তবে ঘটনার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জাটকা সংরক্ষণে নদীতে অভিযান অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১লা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ। এসময় ইলিশসহ সামুদ্রিক মাছ শিকার, বিক্রি, মজুত ও পরিবহণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের জেল, জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়