শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা ◈ মুনাফার হার বাড়ালেও উল্টো কমেছে সঞ্চয়পত্র বিক্রি ◈ যুক্তরাষ্ট্রে পুরস্কার পাওয়ায় জুলাইয়ের সাহসী নারীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ জুলাই কন্যারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের 'সাহসিকতা পুরস্কার' ◈ হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার ◈ ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা থেকে ১৪৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার ◈ যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবি: সুনামগঞ্জে শিশুসহ নিহত ৫ ◈ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত ◈ এনসিপি দল হিসেবে ব্যর্থ হয়েছে: ছাত্রদল সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ ইতিহাসে সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো ভারত

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ইলিশসহ জব্দ ৪৭০ কেজি মাছ এতিমখানায়

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মৎস্য বিভাগসহ কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ ও ৪৫০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ ৭টি এতিমখানা ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে ভোরে উপজেলার বিভিন্ন বাজার ও ঘাটে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। 

এরআগে রোববার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করা হয়। পরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাহাত উজ জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ৭ জেলেকে বয়স বিবেচনা করে ছেড়ে দেওয়া হয়।  

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা জানান, জব্দকৃত মাছ এতিমখানা ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তবে ঘটনার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জাটকা সংরক্ষণে নদীতে অভিযান অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১লা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ। এসময় ইলিশসহ সামুদ্রিক মাছ শিকার, বিক্রি, মজুত ও পরিবহণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের জেল, জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়