শিরোনাম
◈ ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জোর চেষ্টা চালাচ্ছে মিয়ানমার: রয়টার্স ◈ সচিবালয়ে রেশন সুবিধার সুপারিশ, ক্ষুব্ধ দপ্তর-সংস্থার কর্মচারী ◈ বেইজিং থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ◈ ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট ◈ জাতীয় নাগরিক পার্টির নেতারা কে কোন আসন থেকে লড়তে পারেন ◈ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে থাকবে : ডিবি প্রধান  ◈ একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা : প্রধান উপদেষ্টা  ◈ অস্ট্রেলিয়ায় ঈদ ৩১ মার্চ ◈ মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, খোলা আকাশের নীচে বহু মানুষ ◈ ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে মোটরসাই‌কেল চোরচক্রের এক সদস‌্যকে ধ‌রে পু‌লি‌শে দিল জনতা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালী‌ উপ‌জেলা প‌রিষ‌দের অভ‌্যান্ত‌রে কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে থে‌কে মোটর সাই‌কেল চু‌রি করে নি‌য়ে যাওয়ার সময় মো: ইসমাইল (৩২) না‌মে এক চোর আটক ক‌রে‌ছে জনতা । প‌রে তা‌কে পু‌লি‌শের হা‌তে তু‌লে দি‌লে বাঁশখালী থানা পু‌লি‌শের এসআই(নি:) মো: ইমাম হোসেন চোরাইকৃত মোটর সাইকেল এবং চোরের নিকট হইতে ০১টি ছুরি উদ্ধার করে।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী এবং থানা পু‌লিশ প্রদত্ত সুত্র ম‌তে সোমবার সকা‌লে উপ‌জেলা প‌রিষ‌দের অভ‌্যান্ত‌রে কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে থে‌কে মোটর সাই‌কেল চু‌রি করে নি‌য়ে যাওয়ার সময় মো: ইসমাইল (৩২) না‌মে এক চোর আটক ক‌রে‌ছে জনতা।

আটক মো: ইসমাইল চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউপির দরবেশ কাটা আক্তার পাড়া এহসানের বাড়ী এলাকার মো: নাছির উদ্দিনের পুত্র । এ ঘটনায় বাঁশখালী থানার মামলা নং-২৯(২৪/০৩/২০২৫) ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু  করা হয়। এবং তা‌কে আদালতে সোপর্দ করা হয়েছে চ‌লে ব‌লে
জানান বাঁশখালী ধানার সে‌কেন্ড অ‌ফিসার এসআই কামরুল হাসান কায়‌কোবাদ ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ব‌লেন, পু‌লি‌শের নিয়‌মিত অ‌ভিযা‌নের অংশ হিসা‌বে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে  মোটরসাই‌কেল চোর চ‌ক্রের এক সদস‌্যকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ।
পু‌লি‌শের এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়