শিরোনাম
◈ তাহলে কি রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে ◈ মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১৪৪, শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা থাইল্যান্ডে  ◈ বাংলাদেশের ১১টি প্রভাবশালী পরিবারকে টার্গেট করে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক: আল জাজিরার রিপোর্ট ◈ কাঁটাতার বসাতে গেলেই বাধা দেয় মমতার লোক: বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহ (ভিডিও) ◈ পার্বত্য চট্টগ্রামে নাশকতায় অচল রবির অর্ধশত টাওয়ার, দুর্ভোগে স্থানীয়রা ◈ সরি, সংস্কার করা আপনাদের দায়িত্ব না: অন্তর্বর্তী সরকারকে আমির খসরু ◈ ভারত থেকে সুতা আমদানি বন্ধের নির্দেশ ◈ ‘আমার একটাই কষ্ট, একজন মাদকাসক্ত ছেলের জন্য আমার নিরপরাধ নাতি কারাগারে যাচ্ছে’ ◈ ভারতের অর্থনীতি তিন থেকে ছয় মাসের মধ্যেই ধ্বংস হয়ে যাবে : চিদাম্বরমের সতর্কবার্তা ◈ আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত আবদুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ১০:০৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বিএনপি নেতার উপড় অতর্কিত হামলা, গ্রেফতার-২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও ভোটমারী ইউনিয়ন বিএন‌পির আহবায়ক শহিদুল ইসলাম(৫০) এর উপর অতর্কিত হামলা করে মারধ‌র অ‌ভি‌যোগ পাওয়া গেছে।

রবিবার (২৩ মার্চ) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ভুক্ত‌ভোগী ওই বিএনপি নেতা কালীগঞ্জে থানায় একটি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। এর আগে শনিবার রাতে ভোটমারি ইউনিয়নের ভুল্যারহাট বাজারে এ ঘটনা ঘটে।

অ‌ভি‌যোগ ও স্থানীয় সূ‌ত্রে জানাযায়, বিএনপি নেতা শহিদুল ইসলামের ছেলে মুনানকে নিয়ে স্থানীয় রাজু, লেবু, শিপুদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে বিএনপি নেতা শহিদুলকে একা পেয়ে রাজু, লেবু, শিপুসহ কয়েকজন তার উপড় অতর্কিত হামলা করে বেধরক মারপিট করে। পরে স্থানীয় লোকজন ওই বিএনপি নেতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে রাজু, লেবু, শিপুসহ ৯জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণাৎ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।

বিএনপি নেতা শহিদুল ইসলাম জানান, ফ‌্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাজু, লেবু, শিপু দলীয় প্রভাব খাটিয়ে আমার উপর বিভিন্ন সময় নির্যাতন করেছে। আমার ছেলেকে তারা বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার থাকাকালীন মামলা আদায় করা হয়েছিল সেই ক্ষোভ থেকে শনিবার রাতে তারা আমার উপর অতর্কিত হামলা চালায়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সেলিম মালিক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়