শিরোনাম
◈ রূপপুরে টার্বাইন স্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ সম্পন্ন ◈ হাসপাতালে এসে সাকিবের বাবা কুটিল বললেন, তামিমের বাবা আমার খেলার বন্ধু ছিলেন ◈ চিকিৎসকরা বলেছেন, তামিম ৩ মাস বিশ্রামের পর  মাঠে যেতে পারবেন  ◈ আল্লাহর অশেষ রহমত আর দেশবাসির দোয়ায় আমি ফিরে এসেছি, হাসপাতাল থেকে ফেসবুকে তামিম ◈ ইন্ডিয়া টুডের তথ্য বিকৃতি প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ ◈ ‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন আবেদন, যা বললেন ইসি সচিব ◈ ‘টেস্ট ড্রাইভের’ কথা বলে গাড়ি ছিনতাই, অস্ত্রসহ বুয়েটের সাবেক শিক্ষার্থী গ্রেপ্তার ◈ জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে ইসিতে আপত্তি বিসিপির ◈ ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন আর নেই ◈ ১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ১০:০১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আ. লীগ নেতা কারাগারে

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ জাকির হোসেনকে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতের নাম জাকির হোসেন। তিনি উপজেলার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার শ্রীনগর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভৈরবে উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন থেকে জাকির হোসেনের বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে জাকিরকে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী ওই নারী। এতে অভিযুক্ত জাকির হোসেন অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেন ওই নারী। পরে,  স্বজনেরা তাকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জেলার বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী। ওসি বলেন, গতকাল শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হ। আজ আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়