শিরোনাম
◈ সিগন্যাল কেলেঙ্কারি: চাপে ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ায়  ◈ ভিডিও ভাইরাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত ◈ সেনাবাহিনীর পেশাদারত্বের প্রশংসা করলেন মার্কিন জেনারেল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট ◈ পবিত্র লাইলাতুল কদর আজ ◈ জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার আদালতের ◈ ঢাকায় ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ◈ শহীদ জিয়াকে 'স্বাধীনতার ঘোষক' বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান (ভিডিও) ◈ ড. ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন: দ্য হিন্দুকে প্রেস সচিব শফিকুল আলম ◈ গোয়েন্দা সংস্থা ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার, যা বললো ভারত

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সাইড রোডে বালুভর্তি একটি ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে সাব্বির বেপারী (২২) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
 
রবিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির বেপারী উপজেলার চান্দ্রা ইউনিয়নের লোহারদিয়া গ্রামের শাহ আলম বেপারীর ছেলে। এ সময় তার মা আহত হন। তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতের নাম জানা সম্ভব হয়নি। 
 
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাব্বির বেপারী ঈদের কেনাকাটা করতে মটর সাইকেল চালিয়ে তার মাকে নিয়ে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ড্রাম ট্রাক সলিলদিয়া নামক স্থানে তাদের চাপা দেয়। একসময় মটর সাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাব্বির বেপারী মারা যান। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল নিহতের মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে উত্তেজিত জনতা ড্রাম ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস আবার এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রনে আনে। 
 
এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু জাফর জানান, দুর্ঘটনায় মটরসাইকেলটি সরাসরি ড্রাম ট্রাকের নিচে চলে যায়। প্রথমে আমরা মরদেহ উদ্ধার করলেও পরবর্তীতে স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে পরে আবার এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়