শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৯:১১ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা : র‌্যাবে হাতে ঘাতক স্বামী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে (২৫) পিটিয়ে হত্যার প্রধান আসামী মোঃ শাহিনুর রহমান (৩০) র‌্যাব-৫ এর হাতে গ্রেফতার হয়েছে। র‌্যাব জানায়, ২৩ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শাহিনুরের সাথে আফরিনের ৫ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকেই শশুরবাড়ি থেকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। প্রথমে ২ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করা হলেও, তার পরেও শাহিনুর ও তার পরিবার আফরিনের কাছে আরও টাকা দাবি করে। ৩ লক্ষ টাকা বিদেশ যাওয়ার জন্য দাবী করলে, আফরিনের পরিবার আবারো ২ লক্ষ ১০ হাজার টাকা দেয়। কিন্তু এরপরেও নির্যাতন অব্যাহত থাকে।

গত ১৪ মার্চ, আফরিন মোবাইল ফোনে তার পরিবারের কাছে জানায় যে, তার স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ননদ মিলে তাকে মারধর করছে। এর পর, শাহিনুর আফরিনকে তলপেটে লাথি মারে এবং অন্যান্য আসামিরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে আফরিনের মৃতদেহ ঘরের মধ্যে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের পিতা দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এবং তদন্তের মাধ্যমে ২৩ মার্চ প্রধান আসামী শাহিনুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে, মামলার অন্য আসামী মোঃ আব্দুল জলিল (৫৫) এবং মোছাঃ শ্যামলী (৩৫) গ্রেফতার হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়