শিরোনাম
◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩ ◈ বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড ◈ অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কর‌ছে কারা, ক‌তোটা বুদ্ধিমানের কাজ? ◈ দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন! ◈ আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স ◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৯:১১ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা : র‌্যাবে হাতে ঘাতক স্বামী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে (২৫) পিটিয়ে হত্যার প্রধান আসামী মোঃ শাহিনুর রহমান (৩০) র‌্যাব-৫ এর হাতে গ্রেফতার হয়েছে। র‌্যাব জানায়, ২৩ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শাহিনুরের সাথে আফরিনের ৫ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকেই শশুরবাড়ি থেকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। প্রথমে ২ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করা হলেও, তার পরেও শাহিনুর ও তার পরিবার আফরিনের কাছে আরও টাকা দাবি করে। ৩ লক্ষ টাকা বিদেশ যাওয়ার জন্য দাবী করলে, আফরিনের পরিবার আবারো ২ লক্ষ ১০ হাজার টাকা দেয়। কিন্তু এরপরেও নির্যাতন অব্যাহত থাকে।

গত ১৪ মার্চ, আফরিন মোবাইল ফোনে তার পরিবারের কাছে জানায় যে, তার স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ননদ মিলে তাকে মারধর করছে। এর পর, শাহিনুর আফরিনকে তলপেটে লাথি মারে এবং অন্যান্য আসামিরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে আফরিনের মৃতদেহ ঘরের মধ্যে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের পিতা দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এবং তদন্তের মাধ্যমে ২৩ মার্চ প্রধান আসামী শাহিনুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে, মামলার অন্য আসামী মোঃ আব্দুল জলিল (৫৫) এবং মোছাঃ শ্যামলী (৩৫) গ্রেফতার হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়