শিরোনাম
◈ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ◈ ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত ◈ বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে উৎসাহিত করবে চীন : প্রধান উপদেষ্টাকে জানালেন শি জিনপিং ◈ আপনারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন, চীনা বিনিয়োগকারীদের বললেন প্রধান উপদেষ্টা ◈ উড়াল ও ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কে উত্তরে স্বস্তির ঈদযাত্রা ◈ আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে: ইশরাক ◈ ইশরাক যদি মেয়র হয়, তাহলে আমাকে একদিনের জন্য হলেও এমপি দিতে হবে: হিরো আলম (ভিডিও) ◈ কিছু সংস্কার প্রস্তাবে দ্বিমত বিএনপির, নানা প্রশ্ন ◈ ওসাসুনাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ নেতানিয়াহু থেকে জোলানি, সিরিয়াকে ধ্বংস করতে  ষড়যন্ত্রকারী এই চক্র কী চাইছে?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের শিকার ৭ বছরের শিশু: শরীরে কাটা-জখম, আতঙ্কে কথাও বলছে না

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিশুটি গুরুতর অসুস্থ থাকায় সে কার দ্বারা নির্যাতনের শিকার হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ। খবর: চ্যানেল২৪ 

শিশুটির মা জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে শিশুটিকে বাড়ির পাশের দোকানে পাঠান তিনি। প্রায় এক ঘণ্টা পরও ফিরে না আসায় তিনি তাকে খুঁজতে বের হন। পরে পথে শিশুটি অনেকটা ঢোলতে ঢোলতে বাড়ির দিকে আসতে দেখতে পান। তখন সে কোনো কথা বলতে পারছিল না। তিনি শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে দ্রুত ভর্তি করান। 

এ বিষয়ে গাইনি বিভাগের চিকিৎসক জানান, শিশুটির শারীরিক কিছু পরীক্ষা করা হয়েছে। অন্যান্য আরও পরীক্ষার জন্য তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ বলেন, প্রাথমিক তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে শিশুটি কার দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন সে তথ্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়