শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৪:১১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কারের পাশাপাশি ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচন দেয়ার আহ্বান-শামা ওবায়েদের 

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : সংস্কারের পাশাপাশি মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু।
 
শুক্রবার (২১ মার্চ)সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য,, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে.এম. ওবায়দুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামা ওবায়েদ।
 
নগরকান্দা উপজেলা সদরে এমএন একাডেমীর মাঠে নগরকান্দা ও সালথা উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত স্মরণসভায় নগরকান্দা উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কে এম ওবায়দুর রহমানের ভূমিকা ছিল অনস্বীকার্য। তার মৃত্যুতে বিএনপি'র যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা দীর্ঘ সময়েও পূরণ হয়নি। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়