শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে আবু বক্কার (১৬) নামের এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার সাথে থাকা রাতুল নামে অপর একজন আহত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত আনুঃ ৮. ৩০ মিনিটের দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আবু বক্কার উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের এরশাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শবর্তী বাজার থেকে ঈদের কেনাকাটা করে নিহত আবু বক্কার, রাতুল নামের একজন কে নিয়ে মোটরসাইকেল চালিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে যাচ্ছিলো।
পাচুড়িয়া মোড়ে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পিলারে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুইজনই ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কার রকে মৃত ঘোষণা করেন। অপরজন রাতুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । নিহত যুবক পল্লি মঙ্গল আদর্শ কলেজের ছাত্র।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, ঘটনা জেনেছি সাথে সাথে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।