শিরোনাম
◈ নির্বাচনী সংস্কার: ৯ সুপারিশের ওপর ইসির কাছে প্রস্তাব চাইলো সরকার ◈ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে, এই সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে: সেনাপ্রধান ◈ পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত: প্রধান উপদেষ্টা ◈ কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ◈ মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ আজ ভয়াল ২৫ মার্চ ◈ নতুন টাকার রমরমা ব্যবসা, খোলাবাজারে দামও চড়া ◈ তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার: সাকিব আল হাসান ◈ ৩০ টাকা কেজিতে দিনে চার টন চাল বিক্রি করবে সরকার ◈ দুই অতিরিক্ত ডিআইজি ও ১৭ পুলিশ সুপারকে বদলি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদল নেতার সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল, মহিলা দল নেত্রীকে অব্যাহতি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানীর সঙ্গে তাঁর অনৈতিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

একই ঘটনায় অভিযুক্ত ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী নিজ পদে বহাল রয়েছেন।

গতকাল ২২ মার্চ শনিবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদীরা ইয়াসমীন রীতা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে আফসানা মিমিকে অব্যাহতির তথ্য জানা গেছে। মোবাইল ফোনে ফরিদা ইয়াসমিন পারভীন অব্যাহতির তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া আফসানা মিমি গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি ও দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি। তবে সংগঠনের চিঠিতে আফসানা মিমিকে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতির পদ বহাল রয়েছে।

মহিলা দল সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আফসানা মিমির সঙ্গে ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানীর কিছু আপত্তিকর ছবি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সংগঠনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছাত্রদল নেতা লুৎফর রহমান খান সানী বলেন, ‘কেন বা কীভাবে হয়েছে, আমি এসবের কিছুই জানি না। তবে তিনি (আফসানা মিমি) আমার পরিচিত। ভালুকাতেই উনার বাবার বাড়ি। আমরা একই দলের রাজনীতি করি।’

জানতে চাইলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা বলেন, বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। তাঁরা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

আফসানা মিমির স্বামী গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলাম বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র করে আমার স্ত্রীর এসব ছবি এডিট (সম্পাদনা) করে ছড়ানো হয়েছে। এরই মধ্যে ছবিগুলোর বিষয়ে ঢাকার দক্ষিণখান থানায় অভিযোগ করা হয়েছে। এতে লুৎফর রহমান খানসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলাটি নিয়ে সাইবার ট্রাইব্যুনালে তদন্ত চলছে।’

ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত না করে তড়িঘড়ি আফসানা মিমিকে উপজেলা কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এখনো তিনি জেলা কমিটির সহসভাপতি পদে বহাল রয়েছেন।

অব্যাহতিপ্রাপ্ত আফসানা মিমি বলেন, ‘জেলা মহিলা দলের সভাপতি পদপ্রার্থী হওয়ায় আমার প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। এর প্রতিবাদে থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করেছি। যাঁর সঙ্গে আমার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, আমি তাঁকে কোনো দিন দেখিনি।’ সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়