শিরোনাম
◈ দিনদুপুরে রাউজানে আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা ◈ দোহায় ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার গল্প  শোনালেন প্রধান উপদেষ্টা  ◈ সৌদি আরবের যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে গেল মোদিকে! (ভিডিও) ◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মডেল মসজিদে হামলা-ভাঙচুর’: পিরোজপুরে বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ২

পিরোজপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ‘সমন্বয়ক’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উৎস: বিডিনিউজ২৪

শনিবার দুপুরে পৌর শহরের সদর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান।

গ্রেপ্তাররা হলেন- পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের মো. কিছলুর ছেলে মুসাব্বির মাহমুদ সানি এবং একই গ্রামের লিটন শিকদারের ছেলে মিলন শিকদার।

তাদের মধ্যে সানি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলার সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কাছে একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলছিল। শুক্রবার দুপুরের দিকে সানির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে গিয়ে স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায়।

এ সময় হামলাকারীরা সেখানে নির্মাণ কাজের জন্য বানানো কার্যালয়ের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের।

ঘটনার দিন হামলাকারীরা মডেল মসজিদের সাইটে হামলার পরপর শহরের বলেশ্বর সেতুর টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দেয় বলে জানায় পুলিশ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, “হামলাকারীদের মধ্যে সানি আগেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। শুক্রবার তারা স্টাফ ও কর্মচারীদের থাকার ঘর ভাঙচুর করে অফিসে থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া সেখানে লাগানো সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন তারা।”

এ ঘটনায় রাতেই সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন তিনি।

ওসি আব্দুস সোবাহান বলেন, “ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে সানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়