শিরোনাম
◈ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর ◈ ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ ◈ মোদীর ঘুম হারাম করেছে ইলন মাস্কের ‘গ্রক’, ভারতে আলোচনার ঝড় ◈ ভারতীয় দূতাবাস যা বলল ঈদের আগে টুরিস্ট ভিসা দেয়ার বিষয়ে  ◈ ঈদের আগে প্রবাসী আয়ে সুসংবাদ: ভাঙতে পারে রেকর্ড ◈ প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক: চীনা রাষ্ট্রদূত ◈ ব্যাংক দেউলিয়া হলে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন গ্রাহক ◈ ঐকমত্য কমিশনের ১১৩ প্রস্তাবের সঙ্গে একমত এনসিপি ◈ ঈদযাত্রায় সড়কে চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ◈ একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয়: বিএনপি (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মডেল মসজিদে হামলা-ভাঙচুর’: পিরোজপুরে বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ২

পিরোজপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ‘সমন্বয়ক’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উৎস: বিডিনিউজ২৪

শনিবার দুপুরে পৌর শহরের সদর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান।

গ্রেপ্তাররা হলেন- পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের মো. কিছলুর ছেলে মুসাব্বির মাহমুদ সানি এবং একই গ্রামের লিটন শিকদারের ছেলে মিলন শিকদার।

তাদের মধ্যে সানি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলার সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কাছে একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলছিল। শুক্রবার দুপুরের দিকে সানির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে গিয়ে স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায়।

এ সময় হামলাকারীরা সেখানে নির্মাণ কাজের জন্য বানানো কার্যালয়ের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের।

ঘটনার দিন হামলাকারীরা মডেল মসজিদের সাইটে হামলার পরপর শহরের বলেশ্বর সেতুর টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দেয় বলে জানায় পুলিশ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, “হামলাকারীদের মধ্যে সানি আগেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। শুক্রবার তারা স্টাফ ও কর্মচারীদের থাকার ঘর ভাঙচুর করে অফিসে থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া সেখানে লাগানো সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন তারা।”

এ ঘটনায় রাতেই সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন তিনি।

ওসি আব্দুস সোবাহান বলেন, “ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে সানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়