শিরোনাম
◈ এসএসসি পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী থাকার তথ্য, যা বলছে বোর্ড ◈ হাসিনাবিরোধী আন্দোলন নিয়ে জানলেও আমরা হস্তক্ষেপ করতে পারিনি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ◈ সরকারি কর্মকর্তা–কর্মচারীরা সেবার বিনিময়ে ‘উপহার’ নিতে পারবেন না  ◈ সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই: সারজিস আলম (ভিডিও) ◈ রেলওয়ের পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্পের অর্থায়ন বাতিল করলো ভারত ◈ ইউরোপের ২০ দেশের বৈঠক ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে, কী সিদ্ধান্ত হলো? ◈ ‘হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস শিষ্টাচার বর্জিত’ (ভিডিও) ◈ ব্যবসায়ীকে জিম্মি করে কোটি টাকা চাঁদা দাবি, ফাঁদ পেতে ধরা হলো তিনজন ◈ বেইজিংয়ের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর ঢাকার ◈ ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত পাঁচ

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা নগরের অশোকতলার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে নয় তলা ভবনের নিচতলায় তলায় এ আগুন লাগে।  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবন থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভবনের প্রথম তলায় ‘স্বপ্ন’ চেইন শপের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে।

ভবনের দ্বিতীয় তলার অগ্রণী ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, প্রচন্ড ধোঁয়ায় ব্যাংকের এসি গুলো গলে গিয়েছে। এখনি ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।  ভবনের প্রথম তলায় স্বপ্নের এরিয়া ম্যানেজার এয়ার হোসেন জানান, আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। ধোঁয়া প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। উপরে একটি কোচিং সেন্টার আছে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন। 

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ আহমেদ বলেন, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। নয় তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড ধোঁয়ায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হন। তাদেরকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়