শিরোনাম
◈ হামজা চৌধুরী আমাদের জন্য হুমকি: ভারতীয় কোচ ◈ ঐক্যবদ্ধ হচ্ছে সব রাজনৈতিক দল: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোড়ালো হচ্ছে ◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০২:৫৪ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে ও গলায় অস্ত্র ঠেকিয়ে ‘ধর্ষণচেষ্টা’, যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলায় হাত-পা বেঁধে ও গলায় অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। মামলা দায়েরের পর ওই রাতেই আসামি নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয়কে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী নারী বলেন, “স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শিশু সন্তানকে নিয়ে হৃদয়ের বাড়িতে যান। সেখানে স্ত্রী ঘরে আছে বলে হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। ঘরে ঢুকতেই পেছন থেকে থেকে মুখ চেপে ধরে তার হাত-পা বেঁধে ফেলে। এক পর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে।”

তিনি বলেন, “শিশুটি কান্না করে উঠলে তাকে পাশের ঘরে নিয়ে আটকে রাখে হৃদয়। সেই সুযোগে হাতের বাঁধন খুলে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু হৃদয় তাকে উঠানে ধরে মুখে আঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।”

ওসি আবদুল মোন্নাফ বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়