শিরোনাম
◈ ফিল্ডিংয়ের সময় হঠাৎ অসুস্থ তামিম ইকবাল, দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে ◈ এমন কোনো কথা বলবেন না, যেন উস্কানি তৈরি হয়: নুরুল হক ◈ বঙ্গবন্ধুর ছবি যুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত সরকারের: গভর্নর (ভিডিও) ◈ অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার ‘বিশেষ বৈঠক’, ব্যাখ্যা চাইল সদর দপ্তর ◈ ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফ্রান্স নেশন্স লিগের সেমিফাইনালে ◈ ‘ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের খবর সঠিক নয়’ ◈ এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল ◈ সেনাবাহিনী নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে কি চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি? ◈ আইপিএলে চেন্নাইর কাছে হেরে গেলো মুম্বাই ইন্ডিয়ান্স ◈ পর্তুগালের হয়ে সর্বোচ্চ দিতে দর্শকদেরও পাশে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১১:০১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

আরমান কবীর : ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজের পর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ও সাধারণ ছাত্র-জনতা। 

বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়া হয়, ফিলিস্তিনের গাজায় হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেন, জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ইসরায়েল বয়কট, বয়কট বয়কট ভারত বয়কট। এ সময় উপস্থিত ছিলেন, খেলাফতে মজলিসের টাঙ্গাইলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আনসার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কল্যাণ ও অর্থ সম্পাদক এস এম কামরুল ইসলামসহ তৌহিদি জনতা। 

এদিকে ফিলিস্তিনের সাধারণ অধিবাসীদের ওপর ইসরাইলের নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। এসময় ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়