শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৮:২০ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নাটোরের বড়াইগ্রামে মসজিদের জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় নাজিমুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। নিহত এবং আহতরা সম্পর্কে ভাই।

শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে নওপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিসাধীন অবস্থায় নাজিমুদ্দিন মারা যানে এবং গুরুতর আহত তার দুই ভাইকে রাজমাহী মেমডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাজিমুদ্দিন নওপাড়া গ্রামের আলাউদ্দিনের চেলে।

নিহতের ছেলের নাইম উদ্দিন ও গ্রামবাসী জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণি গ্রামের মসজিদের জন্য কিছু জমি দান করেন। কিন্তু গণি মিয়ার ছেলে ফারুক হোসেন সে জমি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তিনি আদালতে মামালা করার পর আজ সকালে বিষয়টি নিয়ে কথা বলার জন্য নিজামুদ্দিন ও তার চাচাত ভাই আরিফ ও জাহাঙ্গীর ফারুকের চাল মিলে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়েয় ফারুক তিন জনকেই এলোপাথাড়ি ছুরকাঘাত করে। আহত অবস্থায় গ্রামবাসী তিন জনকে উদ্ধার করে নাটোর সদরর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে এঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। উৎস: চ্যানেল আই অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়