দরপুরে অভিযান চালিয়ে ৯'শ মিটার কারেন্ট জাল জব্দ
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে ৯'শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা অভিযান চালানো হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সার্বিক দিকনির্দেশনায় এবং মৎস্য দপ্তরের সহযোগিতায় উপজেলার পদ্মা এবং আড়িয়াল খাঁর মুখে কাড়ালকান্দি গ্রাম সংলগ্ন এলাকায় আনুমানিক ৯'শ মিটার জাল দিয়ে বাঁশের মাধ্যমে আড়াআড়িভাবে তিনটি বাঁধ দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ উপায়ে মাছ ধরে আসছিল একদল জেলে। পরে অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয় এবং জাল জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীগণ ও আইনশৃঙ্খলা বাহিনী।