শিরোনাম
◈ থাইল্যান্ডে মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ◈ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল থাইল্যান্ড: চোখের পলকে ধসে পড়ল ৩০ তলা ভবন, ব্যাংককে জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ◈ ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত ◈ বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে উৎসাহিত করবে চীন : প্রধান উপদেষ্টাকে জানালেন শি জিনপিং ◈ আপনারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন, চীনা বিনিয়োগকারীদের বললেন প্রধান উপদেষ্টা ◈ উড়াল ও ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কে উত্তরে স্বস্তির ঈদযাত্রা ◈ আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে: ইশরাক ◈ ইশরাক যদি মেয়র হয়, তাহলে আমাকে একদিনের জন্য হলেও এমপি দিতে হবে: হিরো আলম (ভিডিও) ◈ কিছু সংস্কার প্রস্তাবে দ্বিমত বিএনপির, নানা প্রশ্ন

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৯:৩৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনপুরায় বেড়িবাঁধের কাজ করাকে কেন্দ্র ক‌রে দু’গ্রু‌পের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ৮

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় বেড়িবাঁধের জিও ব্যাগের কাজ করাকে কেন্দ্র ক‌রে দু’গ্রু‌পের সংঘর্ষে মো. রা‌শেদ (২৮) না‌মে এক ছাত্রদল নেতা নিহত হ‌য়ে‌ছেন। বুধবার রাতে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান রাশেদ।

নিহত রাশেদ মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়নের সা‌বেক সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডের রহমানপুর গ্রা‌মের মো. আবুল কালা‌মের ছে‌লে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হ‌য়ে‌ছে। আহতদের মনপুরা ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়নের নুরউদ্দিন মা‌র্কেট সংলগ্ন ৫২ কিলোমিটার  বে‌ড়িবাঁধের কাজ চল‌ছিল। সেখানে জিও ব্যাগের কাজ করা নি‌য়ে সোহান পোদ্দার ও গিয়াস উদ্দিন মি‌ঝির মধ্যে দ্বন্দ্ব চ‌লে আসছিল। বুধবার সকালে সোহান ও রাশেদসহ কয়েকজন সেখা‌নে গে‌লে তা‌দের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাশেদসহ উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়।

এর মধ্যে রাশেদের অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেয়ার প‌থে মারা যান। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর নিহতের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বরেন, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। ত‌বে তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়