শিরোনাম
◈ বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদ? ◈ ড. ইউনূসের প্রশংসায় তুরস্কের ফার্স্ট লেডি ◈ থাইল্যান্ডে মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ◈ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল থাইল্যান্ড: চোখের পলকে ধসে পড়ল ৩০ তলা ভবন, ব্যাংককে জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ◈ ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত ◈ বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে উৎসাহিত করবে চীন : প্রধান উপদেষ্টাকে জানালেন শি জিনপিং ◈ আপনারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন, চীনা বিনিয়োগকারীদের বললেন প্রধান উপদেষ্টা ◈ উড়াল ও ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কে উত্তরে স্বস্তির ঈদযাত্রা ◈ আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে: ইশরাক

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৫৩ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে দিনে দুপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলছে ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চালানো হচ্ছে। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাইয়ের জালসা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের স্বজনরা জানায়, নিহত আবুল কাশেম নিজ বাসা থেকে মানিকগঞ্জ যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে কয়েক জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, আবুল কালাম মারা যাবার আগে কয়েকজন তাকে কুপিয়েছে তা বলে জান।

এদিকে, খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া, হত্যাকান্ডের কারন অনুসন্ধানসহ ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চালানো হচ্ছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়