শিরোনাম
◈ গাজায় সাহ্‌রির সময় হামলা, কাটছে না দুঃস্বপ্নের রাত ◈ ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ ◈ যেসব জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ আওয়ামী লীগকে ফিরে আসতে যে শর্ত দিলেন সাবেক শিবির নেতা ◈ বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ◈ ১০ এপ্রিল থেকে ৩৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গ: ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত ◈ এনসিপির সভায় হাতাহাতি, নাহিদের গাড়ি ঘেরাও (ভিডিও) ◈ ‘ভারতের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো, কিন্তু সমস্যা একটাই...’ ◈ বিগত সরকারের পতন থেকে বর্তমান সরকারও শিক্ষা নিচ্ছে না : জিএম কাদের

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৫৩ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে দিনে দুপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলছে ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চালানো হচ্ছে। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাইয়ের জালসা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের স্বজনরা জানায়, নিহত আবুল কাশেম নিজ বাসা থেকে মানিকগঞ্জ যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে কয়েক জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, আবুল কালাম মারা যাবার আগে কয়েকজন তাকে কুপিয়েছে তা বলে জান।

এদিকে, খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া, হত্যাকান্ডের কারন অনুসন্ধানসহ ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চালানো হচ্ছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়