শিরোনাম
◈ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব, যেভাবে দেখছে আওয়ামী লীগ ◈ আজ বিশ্ব পানি দিবস, বাংলাদেশের ৪১ শতাংশ মানুষ নিরাপদ পানি পায় না ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চবিতে বিক্ষোভ ◈ বিশ্বকাপ বাছাই, অনেক কষ্টে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা ◈ ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না আ.লীগ: মোহাম্মদ এ আরাফাত ◈ ৫ লাখ ৩০ হাজার লাতিন আমেরিকান অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ◈ হামজা চৌধুরী আমাদের জন্য হুমকি: ভারতীয় কোচ ◈ ঐক্যবদ্ধ হচ্ছে সব রাজনৈতিক দল: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোড়ালো হচ্ছে ◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৫২ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধূ ধর্ষণ ও হত্যার হুমকিদাতা রাকিব র‌্যাবের হাতে গ্রেপ্তার

সানজিদা রুমা নরসিংদী : নরসিংদীর রায়পুরায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব—১১। বুধবার রাতে ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ভিডিও ধারণকৃত ফোনসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে র‍্যাব—১১ নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব—১১ নরসিংদী এর উপপরিচালক সাদমান ইবনে আলম।

গ্রেপ্তারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
র্যাব কর্মকর্তা সাদমান ইবনে আলম জানান, গত রোববার (১৬ মার্চ) রাতে রায়পুরার এক গৃহবধূকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রাকিব। এসময়  ভিডিও ধারণ করে তার দুই সহযোগী। ঘটনাটি কাউকে জানালে স্বামী— স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা।

এ ঘটনার পরদিন (১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে৷পরে আসামিদের গ্রেপ্তারে  অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে গোপন  তথ্যের ভিত্তিতে বুধবার(১৯ মার্চ) রাতে র‍্যাব—১১ সিপিএসসি নরসিংদী এবং র‍্যাব—১৪ ভৈরবের দুটি টিমের যৌথ অভিযানে রাকিবকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পলতাকান্দা এলাকার মাইনু মোল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
 
এসময় তার তার কাছ থেকে ধর্ষনের ভিডিও ধারণের মোবাইলসহ দুটি ফোনটি উদ্ধার করে র‍্যাব। পরে তার কাছ থেকে বাকি আসামিদের পরিচয় পাওয়া যায়। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়