শিরোনাম
◈ বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ ময়মনসিংহের আলোচিত চারজন বসতির সেই উমানাথপুর গ্রাম বিক্রি হয়ে গেছে ◈ বালুমহালের ইজারা পেতে সেনা সদস্যকে মারধরের ঘটনায় বিএনপির ৮ নেতার পদ স্থগিত ◈ বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, গোপনে চলছে প্রশিক্ষণ! ◈ ইউএনওর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার সাথে সারজিসের তর্ক-বিতর্ক (ভিডিও) ◈ রোববার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তামিম ইকবাল ◈ ভারতে ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস, বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা ◈ পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পেলেন লিটন দাস, নাহিদ ও রিশাদ ◈ তুরস্কজুড়ে বিক্ষোভ আরও তীব্রতর হয়েছে, ব্ল্যাকআউটেও নিয়ন্ত্রণের বাইরে ◈ দেশে রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে হাত-পা বাধা অবস্থায় হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বাধা অবস্থায়  রাসেল মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার আরামনগর বাজার চা পট্টির একটি দোকান থেকে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের চা দোকানদার ওহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। নিহত রাসেল হোটেল কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানিয়েছে তার পরিবার। 

নিহতের বাবা ওহিদুল ও বোন রাসেদা বেগম বলেন, রাসেল তার বন্ধুদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়া খেলায় আসক্ত ছিল। ফলে সে অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়ে। এই জুয়া খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিচ্ছিলো। এরমধ্যে বুধবার দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। তারপর থেকে রাসেল আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা চা দোকানের ধর্ণার সাথে হাত-পা বাধা ও ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রাসেলকে দেখতে পায়। পরে বিষয়টি আমরা জেনে ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে, পাওনা টাকা বা জুয়া খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জের ধরে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়।

এ বিষয়ে স্থানীয় চায়ের দোকানদার হাফিজুর রহমান বলেন, আমার দোকান টিনের বেড়া দেওয়া থাকলেও নিচের দিকে ফাঁকা থাকে। সকাল ৮টার দিকে আমি দোকান খুলতে আসলে ভেতরে ঢুকে রাসেলকে ঘরের চালের কাঠের সাথে গলায় রশি লাগানো এবং পেছন থেকে হাত ও পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেখতে পাই। পরে সবাইকে বিষয়টি জানাই। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। আর এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়