শিরোনাম
◈ গাজায় সাহ্‌রির সময় হামলা, কাটছে না দুঃস্বপ্নের রাত ◈ ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ ◈ যেসব জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ আওয়ামী লীগকে ফিরে আসতে যে শর্ত দিলেন সাবেক শিবির নেতা ◈ বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ◈ ১০ এপ্রিল থেকে ৩৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গ: ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত ◈ এনসিপির সভায় হাতাহাতি, নাহিদের গাড়ি ঘেরাও (ভিডিও) ◈ ‘ভারতের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো, কিন্তু সমস্যা একটাই...’ ◈ বিগত সরকারের পতন থেকে বর্তমান সরকারও শিক্ষা নিচ্ছে না : জিএম কাদের

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে এক ব্যক্তির লাশ উদ্ধার 

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি (কুমিল্লা)প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালতলী নামক স্থানে থেকে মো.সানাউল্লা (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। নিহত মো.সানাউল্লা দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।
 
বুধবার (১৯ মার্চ)সন্ধ্যায় উপজেলার তালতলী নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝোপঝাড়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। 
 
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝোপঝাড়ের ভিতরে একটি মরদেহ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ বুধবার(১৯ মার্চ) সন্ধ্যায় মহাসড়কের তালতলী নামক স্থান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।লাশের সাথে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়।মৃত ব্যক্তিটি হলো দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মো.সানাউল্লা।
 
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।  
  • সর্বশেষ
  • জনপ্রিয়