দাউদকান্দিতে এক ব্যক্তির লাশ উদ্ধার
মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি (কুমিল্লা)প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালতলী নামক স্থানে থেকে মো.সানাউল্লা (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। নিহত মো.সানাউল্লা দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।
বুধবার (১৯ মার্চ)সন্ধ্যায় উপজেলার তালতলী নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝোপঝাড়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝোপঝাড়ের ভিতরে একটি মরদেহ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ বুধবার(১৯ মার্চ) সন্ধ্যায় মহাসড়কের তালতলী নামক স্থান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।লাশের সাথে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়।মৃত ব্যক্তিটি হলো দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মো.সানাউল্লা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।