শিরোনাম
◈ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ: মির্জা ফখরুল  ◈ খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি পোস্ট করে যা বললেন আসিফ নজরুল ◈ ঈদে কারাবন্দিদের জন্য থাকছে যেসব খাবার ◈ অনেকের ঘরেই আজ ঈদের আনন্দ নেই, অনেক মা সন্তানের জন্য কান্না করছে: জামায়াতে আমির ◈ উপকূলের ঈদ আনন্দ পানিতেই ◈ সুন্দরবন থেকে চলে আসা ৪০ কেজি ওজনের অজগর উদ্ধার! ◈ ঈদের দিনে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের ◈ আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে : প্রধান উপদেষ্টা ◈ উৎসবমুখর পরিবেশে বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ◈ ঈদ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৪৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৪ ধর্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালীতে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া নবম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে জড়িত চার ধর্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১আদালত।

অভিযুক্ত আসামীরা হলেন- বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের কাজী নুর মোহাম্মদের পুত্র কাজী শহীদুল ইসলাম (২৫), কাথরিয়ার হালিয়া পাড়ার মো. মিজানের পুত্র মো. জোবাইর (২৩), মো. জামালের পুত্র মো. আজম (২৫), ছনুয়া এলাকার মো. আবু শামার পুত্র মো. তৌহিদ (৩০)। বৃহস্পতিবার (২০ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমদ তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সা‌লের ১১ জুলাই বাঁশখালীর সমুদ্র উপকুল কাথারিয়ার হালিয়া পাড়া পয়েন্টের ঝাউবাগানে বাহারছড়া রত্নপুর স্কুলের নবম শ্রেণি পড়ুয়া এক পিতৃহীন অসহায় মেয়েকে কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে গণধর্ষণ করে সংঘবদ্ধ একটি চক্র।নানা হুম‌কি দম‌কির কার‌নে মামলা করা থে‌কে বিরত রাখার চেষ্টা কর‌লেও পরবর্তী‌তে আইনজীবীর সহায়তায় চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা করা হয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী জেলা ও দায়রাজজ আদালত চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ নাছির উদ্দিন বলেন, ‘স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীকে গণধর্ষণ এবং মামলা করলে ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি পত্রিকায় সংবাদ দেখে আমি মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১, চট্টগ্রামে ৬ জন কে আসামী করে মামলা করলে মাননীয় আদালত পিবিআই, চট্টগ্রাম কে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ জারী করেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০মার্চ বৃহস্পতিবার  ৪জন ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৯(৩)/৩০ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিজ্ঞ আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়