শিরোনাম
◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ মাস ধরে ছোট বোনকে ধর্ষণ, মায়ের মামলায় বড় ভাই গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় আপন ছোট বোনকে (১৫) দুই মাস ধরে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুজন মন্ডল (২২) নামে ভুক্তভোগীর বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা যায়, সুজনের বাবা রঞ্জু মন্ডল প্রায় ১৩ বছর আগে মারা গেছেন।

এরপর থেকে সুজন তার মা, নানি ও বোনকে (১৫) নিয়ে আশ্রয়ণ পল্লীর সরকারি ঘরে বসবাস করেন। তারা একই ঘরে ঘুমাতেন। এ অবস্থায় প্রায় ৪ মাস আগে সুজন তার বোনকে পাশের গ্রামে বিয়ে দেন। কিন্তু স্বামীর সাথে বনিবনা না হওয়ায় মাস দুয়েক আগে ভুক্তভোগী ওই নারী ভাইয়ের আশ্রয়ণের বাড়িতে ফিরে আসেন।

সেই থেকে ওই বাড়িতেই অবস্থান করছেন তিনি।
এদিকে জীবিকার তাগিদে ওই নারীর মা শেরপুর উপজেলা শহরের একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন এবং শহরেই অবস্থান করেন। সুজন তার বোন ও নানিকে নিয়ে বাড়িতে বসবাস করেন। প্রতিরাতে একই বিছানায় ঘুমানোর সুযোগে প্রায় ২ মাস ধরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আপন বোনকে ধর্ষণ করে আসছেন তিনি।

কিন্তু ভুক্তভোগী ওই নারী ধর্ষণের বিষয়টি তার মাকে বললেও তিনি প্রথমে তা বিশ্বাস করেননি।

ভুক্তভোগী নারী জানান, গত মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় সুজন তাকে একই কৌশলে ধর্ষণ করেন। বড় ভাইয়ের যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি পাশের বাড়িতে আশ্রয় নিয়ে লোকজনের কাছে ধর্ষণের বিষয়টি প্রকাশ করেন। পরে গতকাল বুধবার বিকেলে তার মা বাদি হয়ে একমাত্র ছেলে সুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

 ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে এবং শারীরিক পরীক্ষা ও ডিএনএ টেস্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়