শিরোনাম
◈ ৪৬ লাখ টাকা মুক্তিপণ দিয়েও সজিবের প্রাণ বাঁচাতে পারল না পরিবার ◈ পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে পাঁচজন নিহত, আশঙ্কাজনক ২ ◈ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ◈ এবার জবাব দিলো হামাস, রকেট হামলায় কাঁপল ইসরাইল ◈ সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ ◈ পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন ১৯৬ কর্মকর্তা ◈ রাজধানীতে ৪ কিশোরীসহ ধর্ষণের শিকার পাঁচজন একদিনে ঢাকা মেডিকেলে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে মেসি সপ্তাহে বেতন পান ৩ লাখ ৯৩ হাজার ডলার  ◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে সিভিতে পুতুলের মিথ্যা তথ্য, দুদকের মামলা ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৭৪, মামলা ৭০

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০২:২৭ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর তত্ত্বাবধানে র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার (১৯ মার্চ) দিনভর অভিযান চালিয়ে তাকে পাশের জেলা কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে অন্য দুই সহযোগী। র‍্যাব বলছে, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, নরসিংদী র‍্যাব-১১ ও ভৈরব র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে বুধবার ভৈরবের বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে রাতে রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ গ্রেপ্তার নিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় সিপিএসসি নরসিংদী ক্যাম্পে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাকে থানায় হস্তান্তর করা হবে।

গ্রেপ্তারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এর আগে রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার রহিমাবাদ এলাকার ৫০ বছর বয়সী তিন সন্তানের জননী ধর্ষণের শিকার হন। এ সময় ধর্ষণের সময়কার ভিডিও ধারণ করে সহযোগিতাকারীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা।

ঘটনার পর দিন সোমবার রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। উৎস: কালবেলা।

 ্

  • সর্বশেষ
  • জনপ্রিয়